"এখানে আমার বন্ধুর স্মৃতি আছে''
প্রতিষ্ঠার ৪৫ বছর ও স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনে গুণীজন পদক প্রদান করেছে ঋষিজ শিল্পী গোষ্ঠী। ফেরদৌস ওয়াহিদ ছাড়াও এবারের আয়োজনে সংগঠনটি সম্মাননা প্রদান করেছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা ও নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদকে।
‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’—চারণকবি মুকুন্দ দাসের অভয়বাণীকে কণ্ঠে ধারণ করে ১৯৭৬ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ। ‘তমসার ক্ষণে নেব ঋষিজের নাম/ উৎসব দিনে নেব ঋষিজের নাম/ উজ্জ্বল সূর্যের আলোকিত বন্যায়/ মুক্তির সুরে ঋষিজের গান’—ঋষিজের এই গানের মতোই তাদের পথচলা। সাফল্যের স্মারক হিসেবে প্রতিবছর তিন গুণীকে সম্মান জানিয়ে, আনন্দ-উচ্ছ্বাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে সংগঠনটি, এবারও করেছে।
তবে এবারের আয়োজনটিতে ছিল বিষাদের ছায়া। সংগঠনের প্রতিষ্ঠাতা ফকির আলমগীরকে ছাড়াই আয়োজন করতে হয়েছে এবারের অনুষ্ঠান। গত ২৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান এই সংগীতশিল্পী। তাঁর না থাকার কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই ঋষিজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেন স্বজনেরা।
0 Comments