ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দুই সতীন। ফলে একই ঘর থেকে তিনজন চেয়ারম্যানপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই ব্যক্তির দুই স্ত্রী নৌকা প্রতীকের বিপরীতে লড়বেন না অন্য কারণে মনোনয়নপত্র জমা দিয়েছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
জানা গেছে, পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন নবী দুলাল। গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। নুরুন নবী দুলাল মাস্টার সেদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তার মনোনয়ন দাখিলের আধা ঘণ্টার মধ্যে তার প্রথম স্ত্রী ফেরদৌসী বেগম ও দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
1 Comments
hahaha
ReplyDelete