ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক সম্প্রতি অভিযুক্ত এক কিশোরের বাবার উদ্দেশে কথাগুলো বলেছেন। রাষ্ট্রদূতের নাবালক পুত্র স্কুল ছুটির পর চালককে পাশের সিটে বসিয়ে সে তার ক্যারিশমা দেখাচ্ছিল। তার খায়েশের বলি হন আমাদের এক সহপাঠী। শেষ পর্যন্ত আমাদের বন্ধুটি প্রাণে বেঁচে গেলেও প্রতিবন্ধী হয়ে যান চিরতরে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর ১৯ নভেম্বর (শুক্রবার) রাজধানীর বেইলি রোড এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ফখরুল হাসান, তাঁর পাঁচ মাসের শিশুপুত্র ও রিকশাচালক আনোয়ার ইসলাম গুরুতর আহত হন। ধাক্কা দিয়ে উধাও হয়ে গেলেও বিধিবাম।
0 Comments