আজ থেকে চবির সাবজেক্ট চয়েস শুরু হচ্ছে যার সময়সীমা ৪-ই ডিসেম্বর পর্যন্ত রয়েছে।
সাব্জেক্ট চয়েজ দেওয়ার আগে কয়েকটা বিষয় নিয়ে সতর্ক করে দিচ্ছি,
🛑সতর্কতাঃ
চবির কিছু কিছু ডিপার্টমেন্টে এখনো ভালো আকারে সেশন জট এবং প্রবলেম আছে, সেইজন্য চবিতে পড়ে এমন কারো কাছ থেকে তোমার পছন্দসই ডিপার্টমেন্ট সম্পর্কে ফার্স্টে জেনে নিও,অথবা পরিচিত কেউ না থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো।
মেরিট পজিশন যতই থাকুক, ১৯ তম বা ১১৩২ তম, ভালো সাব্জেক্টগুলো বা যেটা তুমি পড়তে চাও উপরের দিকে রাখবা।মেরিট পজিশন শেষের দিকে থাকলেও ভালো সাব্জেক্টগুলো শুরুর দিকে রাখবা চয়েজ লিস্টে এবং সাবমিট করবা।
সাব্জেক্ট লিস্ট ওয়েবসাইটে এলোমেলোভাবে দেওয়া থাকবে, টেনে উপরে-নিচে করে, সাজিয়ে নিতে হবে।
সাব্জেক্ট চয়েজ ভুল হলে, সংশোধন করতে অথবা চেঞ্জ করতে চাইলে করা যাবে। কিন্তু সেটা অনেক ঝামেলার কাজ, তাই প্রথম বারেই টাইম নিয়ে চিন্তা-ভাবনা করে সাব্জেক্ট চয়েজ দিবা যেন কোন ভাবেই ভুল না হয়।
সাব্জেক্ট চয়েজের ডেইট শেষ হবার পর চবির ওয়েবসাইটে নোটিশ দিবে, কিছু কাগজ-পত্র জমা দিতে বলবে, একটি নির্দিষ্ট ডেইটের ভিতর।অবশ্যই তোমাকে নিজে উপস্থিত হয়ে সেসব কাগজ-পত্র জমা দিতে হবে।কাগজ-পত্র জমা দিলে তোমার প্রাথমিক ভর্তি কনফার্ম হলো।নির্দিষ্ট ডেইটের ভিতর কাগজ-পত্র জমা না দিলে তোমার মেরিট পজিশন বাতিল এবং পরে আর হাজার চেষ্টা করেও পারবা না ভর্তি হতে। প্রাথমিক ভর্তি হলে, তোমার অটো মাইগ্রেশন চালু হয়ে যাবে।মেরিট পজিশন পেছনে থাকার কারণে মোটামুটি মানের সাব্জেক্ট আসলেও, মাইগ্রেশন হয়ে ভালো সাব্জেক্ট আসবে। মাইগ্রেশন নিচ থেকে উপরের দিকে যায়, কখনো উপর থেকে নিচের দিকে আসে না। মাইগ্রেশন বন্ধ করতে চাইলে, প্রাথমিক ভর্তি সম্পন্ন করে, সাথে সাথে ডিন বরাবর আবেদন করতে হবে।।
0 Comments