সোনাক্ষীর বিয়ে!

 এবার বিয়ে হতে চলেছে সোনাক্ষী সিনহার।

বলিউডজুড়ে এখন বিয়ের মৌসুম। রাজকুমার রাও-পত্রলেখা এবং আদিত্য সিল-আনুষ্কা রঞ্জনের বিয়ের পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে গাঁটছড়া বাঁধবেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল আর আলিয়া ভাট-রণবীর কাপুর। এবার এসবের মধ্যেই আরেক বলিউড সুন্দরীর বিয়ের খবর পাওয়া গেলো। জানা গেছে, শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা।

তবে কাকে বিয়ে করছেন তা জানতে আগ্রহ ভক্তদের। পুরোনো প্রেমিকের সঙ্গেই নাকি এবার গাঁটছড়া বাঁধতে রাজি হয়েছেন ‘দাবাং’ খ্যাত সোনাক্ষী। সূত্র জানিয়েছে, বয়ফ্রেন্ড ও সেলেব্রিটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে রাজি হয়েছেন এই বলিউড তারকা।

Post a Comment

0 Comments