এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ১০ দশমিক ৭১ শতাংশ। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ। এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তর্ণী হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
বোর্ড অনুযায়ী পাসের হার ঢাকা বোর্ডে ৯০ দশমিক ১২ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ, সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৬ দশমিক ২৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৪ দশমিক ৮০ শতাংশ, রাজশাহী ৯৪ দশমিক ৭১, চট্টগ্রাম বোর্ডে ৯১ দশমিক ১০ শতাংশ।
0 Comments