কারিনা করোনায় আক্রান্ত

 

করোনায় সংক্রমিত হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অমৃতা অরোরাও করোনা পজিটিভ বলে জানা গেছে।সম্প্রতি কারিনা আর অমৃতাকে তাঁদের বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা গেছে। আর তাঁরা এই পার্টিতে করোনা–সংক্রান্ত কোনো বিধিনিষেধই মানেননি। কারিনা আর অমৃতার করোনার সংক্রমণের খবরের পর বলিউড এখন শঙ্কিত। জানা গেছে, কারিনা আর অমৃতার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের আরটি–পিসিআর পরীক্ষা করার আদেশ দিয়েছে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন । বিএমসি এখন সেই সব ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে, যাঁরা কারিনা আর অমৃতার সঙ্গে পার্টি করেছিলেন। এই দুই বলিউড অভিনেত্রী এখন আইসোলেশনে।

কারিনা আর অমৃতাকে তাঁদের ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে উদ্দাম পার্টিতে দেখা যায়।। বলিউড তারকা অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুরের বাসায় এই পার্টির আয়োজন করা হয়।

Post a Comment

0 Comments