অবশেষে ‘মিশন এক্সট্রিম’

 ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। সেভাবেই সব প্রস্তুতি নিয়েছিল ‘মিশন এক্সট্রিম’ টিম। সিনেমাটি দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন আরিফিন শুভ। কিন্তু তাঁর মন খারাপ। কারণটাও জানালেন এই অভিনেতা, ‘শারীরিক–মানসিক দুই অর্থেই আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমের ছবি। কিন্তু সেই সিনেমাটি দেখানোর মতো পর্যাপ্ত হলও দেশে নেই। মাত্র ৫০টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। তারপরও বলব, এখনকার ৫০ হল আর ঈদের সময়ের দুই শ হল একই ধরে নিতে হবে।

জান্নাতুল ফেরদৌস ঐশীরও এটা প্রথম সিনেমা। অভিষেক যতই ঘনিয়ে আসছে, ততই কেমন যেন অনুভূতিহীন হয়ে পড়ছেন এই নায়িকা, ‘প্রথম সিনেমা নিয়ে প্রথম দিকে তেমন ভয় ছিল না। সিনেমা মুক্তি পাবে, স্বাভাবিক ঘটনার মতোই লাগছিল।কদিন ধরে ভয় লাগছে। টেনশন, নার্ভাসনেস, এক্সসাইটমেন্ট সবকিছু মিলিয়ে এখন অনুভূতিশূন্য। আমি এখন জিরো হয়ে গেছি। দর্শকদের অনুরোধ প্লিজ, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন।’

Post a Comment

0 Comments