বিজয় দিবস

 বিজয় দিবসে প্রাথমিক বিদ্যালয়ে নতুন পতাকা উত্তোলনের নির্দেশ


মহান বিজয় দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ নতুন জাতীয় পতাকা উড়াতে হবে। কোনোক্রমেই পুরোনো পতাকা উত্তোলন করা যাবে না।

সোমবার (১৩ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন জাতীয় পতাকা (বিধি মোতাবেক সঠিক মাপ ও রঙের) উত্তোলন করতে হবে। কোনোক্রমেই পুরোনো পতাকা উত্তোলন করা যাবে না।

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব অফিস এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করবে।

Post a Comment

0 Comments