মৎস্যকন্যা বা মারমেইডকে নিয়ে বহুকাল ধরে নানা কথা প্রচলিত রয়েছে। অনেকেই মৎস্যকন্যাকে দেখেছেন বলে দাবি করেন।মারমেইডকে নিয়ে বহু সিনেমা বলিউড, হলিউডে তৈরি হয়েছে। এবার মৎস্যকন্যার রূপ ধারণ করলেন বলিউডের নোরা ফাতেহি।
সম্প্রতি নোরা ইনস্টাগ্রামে হ্যান্ডেলে মৎস্যকন্যার রূপে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে সোনালী রংয়ের চুলে মৎস্যকন্যা রুপে অর্ধ শরীর পানিতে ডুবিয়ে বিভিন্ন পোজে ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে মনে হচ্ছে সত্যিই কোনো মৎস্যকন্যা জলের থেকে উঠে এসেছেন।
একটি মিউজিক ভিডিওর জন্য নোরার এই লুক। খুব শীঘ্রই গুরু রানধাওয়ার সঙ্গে একটি গানে এই বেশেই দেখা যাবে নোরাকে। গানের নাম ‘ড্যান্স মেরি রানি’।
0 Comments