বাঙালি ডিজাইনারকে একবার নিজের মনের কথা জানিয়ে দিব্যি নিশ্চিন্তে থাকেন তাঁরা। মনোযোগ দেন বিয়ের অন্য সমস্ত আয়োজনে। আর নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সব্যসাচীর নকশা করা পোশাকে সবচেয়ে সুন্দর হয়ে ওঠেন তাঁরা।
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল জীবনের সবচেয়ে বিশেষ, গুরুত্বপূর্ণ আর আনন্দময় অনুষ্ঠানে সেজে উঠেছেন সব্যসাচীর পোশাকে। গায়েহলুদে ভিকি কৌশলের পরনে ছিল এমব্রয়ডারি করা কুর্তা আর সালোয়ার।
অন্যদিকে হলুদে ক্যাটরিনা পরেছিলেন আইভরি অরগ্যান্ডি লেহেঙ্গা। সঙ্গে বর আর বউ দুজনের জন্যই ছিল অরগাঞ্জার ওড়না। সেই ওড়নায় ছিল গোটা আর মারোরির এমব্রয়ডারি।
0 Comments