অজ্ঞান পার্টির খপ্পর হতে সাবধান

 রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুজন, মিটফোর্ডে ভর্তি


রাজধানীর মিরপুর ও গুলিস্তানে দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তারা হলেন আবুল কালাম আজাদ (৩৭) ও দাইয়ান (৫০)।

রোববার বিকেল পাঁচটায় ও সন্ধ্যা ছয়টায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে স্টোমাক ওয়াশ দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আবুল কালাম আজাদকে মিরপুর-১ নম্বরে ফুটওভার ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে দাইয়ান নরসিংদী থেকে দোয়েল পরিবহনে ঢাকায় আসার পথে বাসে অচেতন হয়ে পড়েন। সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে উদ্ধার করা হয়।

আজাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়।

Post a Comment

0 Comments