এক সপ্তাহে করোনায় মৃত ২৩, টিকা নেননি ১৮ জনই
গত এক সপ্তাহে ২৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৭৮ শতাংশই করোনার টিকা নেননি।
এতে বলা হয়, ইপিডেমিওলজিক্যাল ৪৮তম সপ্তাহে (২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর) মৃত ২৩ জনের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন। এই ২৩ জনের মধ্যে ১৪ জন (৬০ দশমিক ৯ শতাংশ) কো-মরবিডিটি বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বক্ষব্যাধি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগব্যাধিতে ভুগছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যান অনুসারে, ইপিডেমিওলজিক্যাল ৪৭তম সপ্তাহের (২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) তুলনায় ইপিডেমিওলজিক্যাল ৪৮তম সপ্তাহে (২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর) কো-মরবিডিতে মৃতের সংখ্যা বেড়েছে। ৪৭তম সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২৫ জনের মধ্যে ১৩ জন (৫২ শতাংশ) কো-মরবিডিতে ভুগছিলেন।ইপিডেমিওলজিক্যাল ৪৮তম সপ্তাহে মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৪ জন (৬০ দশমিক ৯ শতাংশ) কো-মরবিডিটিতে ভুগছিলেন।
0 Comments