অডিটর পদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর

 অডিটর পদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর


বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিসহ অন্যান্য অডিট অধিদপ্তরগুলোর অডিটরের (গ্রেড-১১) ৩০৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪ হাজার ৮৩৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় থেকে সংবাদপত্রে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিসহ অন্যান্য অডিট অধিদপ্তরগুলোর অডিটরের (গ্রেড-১১) ৩০৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত ২২ অক্টোবর এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪ হাজার ৮৩৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১০০০০০১১ থেকে ১১০২৪৯৫৪৯ নম্বর পর্যন্ত মোট ৪ হাজার ৮৩৪ জন প্রার্থী এ পরীক্ষয় অংশ নেবেন।

Post a Comment

0 Comments