সাংসদকে ‘অটো পাস’ বলায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদীন খানকে কটাক্ষ করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদীন খানকে কটাক্ষ করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ওই আওয়ামী লীগ নেতা সাংসদকে ‘২০১৪ সালে (নির্বাচনে) অটো পাস’ ও ‘২০১৮ সালে রাতের ভোটে এমপি’ বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
নান্দাইল থানায় মামলাটি করেছেন মো. তৌফিকুল ইসলাম (২৭) নামের এক তরুণ। তিনি নিজেকে নান্দাইল উপজেলা ছাত্রলীগের একজন কর্মী বলে দাবি করেছেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম মো. এমদাদুল হক ভূঁইয়া। তিনি নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
গত বুধবার মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। তবে আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে বাদী তৌফিকুল ইসলাম বলেন, ‘মামলার নকল তোলার পর আপনাদের (সাংবাদিক) জানালাম।’
0 Comments