ঘোরেন বেশি সিলেটের মানুষ, পছন্দের শীর্ষে কক্সবাজার
ঘোরাঘুরির জন্য বছরের কোন সময় আপনার বেশি পছন্দ—এই প্রশ্নের জবাবে পর্যটকদের একেকজন নিশ্চয়ই একেক ধরনের কথা বলবেন। তবে জরিপের তথ্য বলছে, দেশে ভ্রমণের জন্য পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে ডিসেম্বর মাস। তাঁদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দের মাস হলো যথাক্রমে জুন ও জানুয়ারি। দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকেরা কক্সবাজার, চট্টগ্রামের পতেঙ্গা ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে যেতেই বেশি পছন্দ করেন। সবচেয়ে বেশি ভ্রমণ করে সিলেট বিভাগের মানুষ। সবচেয়ে কম ঘুরতে যান ময়মনসিংহবাসী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই জরিপ করেছে। ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ শীর্ষক এই জরিপের ফল গত সপ্তাহে প্রকাশ করা হয়। সরকারি সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দেশে পর্যটকের সংখ্যা ও ভ্রমণ ব্যয়ের পরিমাণ জানা এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান সম্পর্কে বিস্তারিত জানতে এই জরিপ করা হয়। দেশে করোনার সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ার ঠিক আগে গত বছরের মার্চ মাসে জরিপের প্রক্রিয়া শুরু হয়।
জানতে চাইলে এই জরিপ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ বলেন, জিডিপিতে পর্যটন খাতের অবদান কত, তা জানা ছিল না। জরিপের মাধ্যমে সেটি বের করা হয়েছে। তা ছাড়া জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পর্যটন খাতের তথ্য দেওয়ার জন্যও জরিপটি করার দরকার ছিল।
জিডিপিতে এখন পর্যটন খাতের অবদান ৩ দশমিক শূন্য ২ শতাংশ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার কোটি টাকা।
সর্বোচ্চ ১৩ শতাংশ উত্তরদাতা বলেন, ভ্রমণের জন্য ডিসেম্বর মাস তাঁদের বেশি পছন্দ। কারণ, এই মাসে পরিবেশ ও আবহাওয়া বেশি অনুকূলে থাকে।
4 Comments
সিলেটের মানুষ সব লাইনে অগ্রগামী
ReplyDeleteOshtir
ReplyDelete🌺
ReplyDeleteখুবই সুন্দর একটা জায়গা।
ReplyDelete