ইভ্যালির প্রতারণায় এবার নাম উঠলো তাহসান,মিথিলা ও শবনমের


দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া গ্রেপ্তার হতে পারেন । ঢাকা মহানগর পুলিশের  রমনা বিভাগের উপকমিশনার  সাজ্জাদুর রহমান গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ধানমন্ডি থানায় মামলার কপি এসেছে। 

মামলার তদারকি কর্মকর্তা রমনা বিভাগের  পুলিশের অতিরিক্ত উপকমিশনার  ইহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত মামলা হিসেবে আদালতের নির্দেশে তদন্ত চলছে। বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। 

সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় আসামি করা হয়েছে নয়জনকে। ইভ্যালির এমডি রাসেল ও তাঁর স্ত্রী শামীমা ছাড়াও মামলায় পাঁচ নম্বর আসামি করা হয়েছে তাহসানকে। আট ও নয় নম্বর আসামি করা হয়েছে শবনম ফারিয়া ও রাফিয়াদ রশিদ মিথিলাকে। 

Post a Comment

0 Comments