ষষ্ঠ ধাপে ৭৩ টি ইউনিয়নে ভোটগ্রহণ ৩১শে জানুয়ারী -ইউনিয়নের তালিকা


ষষ্ঠ ধাপে ৭৩ টি ইউনিয়নে ভোটগ্রহণ ৩১শে জানুয়ারী :   ইউনিয়নের তালিকা

পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ উপজেলার দেবিগঞ্জ ও দেবীডুবা।

দিনাজপুর জেলা, সদর উপজেলা চেহেলগাজী, সুন্দরবন, ফাজিলপুর, শেখপুরা, শশরা, আউলিয়াপুর, উথরাইল, শংকরপুর, আস্করপুর ও কমলপুর,

দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর, পালশা, সিংগা ও ঘোড়াঘাট।

দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামইর, শহরগ্রাম, ভান্ডারা, ধর্মপুর, মঙ্গলপুর ও রানীপুকুর।

এইদিকে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ও ভোগনগর

রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার মিঠাপুকুর ও বড় আলমপুর।

কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলার রাণীগঞ্জ, থানাহাট, রমনা, চিলমারী ও অষ্টমীরচর

একই জেলার ভুরুঙ্গমারী উপজেলার ভুরুঙ্গমারী, পাথরডুবি ও শিলখুড়ি

গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদরপুর, ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম ,খোর্দ্দকোমরপুর ও ফরিদপুর

বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি, ভেলাবাড়ী, বোহাইল, চন্দনবাইশা, ফুলবাড়ী, হাটশেরপুর, কামালপুর, কাজলা, কর্ণিবাড়ী ও নারচী।

সোনাতলা উপজেলার সোনাতলা, তেকানীচুকাইনগর, দিগদাইড়, জোড়গাছা, মধুপুর, পাকুল্লা ও বালুয়া।

বগুড়া সদর উপজেলার ফাপোর ও রাজাপুর।

গাবতলী উপজেলা নেপালতলী, সুখানপুর ও সোনারায়

নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলার পাড়ইল, নিয়ামতপুর, ভাবিচা, হাজীনগর, রসুলপুর, বাহাদুরপুর, শ্রীমপুর ও চন্দননগর।

Post a Comment

1 Comments