৬ জেলায় সমাবেশ, এরপর অন্যগুলোর সিদ্ধান্ত

 


ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) দেশের ছয়টি জেলায় সমাবেশ করবে বিএনপি। দ্বিতীয় ধাপে বাকি জেলার সমাবেশগুলোর বিষয়েও দলটি সিদ্ধান্ত নেবে আগামীকাল বুধবার রাতে।’

কোভিড-১৯ এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট রোধে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে বিধিনিষেধ কার্যকরের আগে সময় নির্ধারণ থাকায় বুধবার সমাবেশগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিযেছে বিএনপি।

দলটির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খানের পাঠানো তথ্য অনুযায়ী, পূর্বঘোষিত সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপের প্রথম দিন বুধবার (১২ জানুয়ারি) রাজশাহী, চাঁদপুর, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট জেলায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশগুলো হবে মহানগরের বাইরে।

রাজশাহীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি সেখানে যেতে পারছেন না। রাজশাহীর সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

চাঁদপুর জেলা সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে সারাবাংলাকে বলেন, ‘আমি চাঁদপুর সমাবেশ যাচ্ছি। সেখানে আমাদের সমাবেশ পূর্বসূচি অনুযায়ীই হবে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি।’

এদিকে রংপুর সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে বিশেষ অতিথি থাকবেন দলটির যুগ্ম মহাসচিব এবং রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল।যেহেতু বিধিনিষেধ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে, সেহেতু ১২ জানুয়ারি সমাবেশ করতে কোনো বাধা নেই। সমাবেশ করার জন্য আমরা বদ্ধপরিকার। আমাদের সবরকম প্রস্তুতি সম্পন্ন। আমরা সমাবেশ করব।’

খুলনা সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থয়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা সমাবেশও হবে বুধবার। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

সিলেট জেলা সমাবেশও যথারীতি পূর্বঘোষণা অনুযায়ী হবে বুধবার। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির।

Post a Comment

0 Comments