মাস্ক না পরায় জরিমানা

 


মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা: করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা উপজেলা সদরের সিএনজিস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় পথচারী, বিভিন্ন যানবাহনের চালক ও নানা শ্রেণি-পেশার মানুষ মাস্ক না পরে অবাধে চলাফেরা করায় ৩০ জনকে ১০০ টাকা করে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

ইউএনও সোহেল রানা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Post a Comment

2 Comments

  1. ভালো উদ্যেগ। এখন যদি মানুষ একটু সচেতন হয়।

    ReplyDelete