ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। পাশাপাশি দুটি উপজেলা পরিষদ ও একটি পৌরসভা নির্বাচনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে।
শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এসব প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুটি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলায় রেজাউল করিম চৌধুরী এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে নুরুল ইসলাম।
0 Comments