সাবেক ও বর্তমান অনেক কর্মকর্তার নাম জমা পড়ছে সার্চ কমিটির কাছে। এদের মধ্যে দেশের প্রতিষ্ঠিত পরিচিত ব্যক্তিরা যেমন আছেন তেমনি কেউ কেউ মজা করে ব্যক্তিগত সিভি পাঠিয়ে দিচ্ছেন বলেও জানা গেছে।
তবে ইতোমধ্যে কিছু আলোচিত বিশিষ্ট ব্যক্তির নামও জমা পড়েছে বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন-আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সেনাপ্রধান জেনারেল এমএ আজিজ, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা, নির্বাচন কমিশনের সাবেক সচিব ও বর্তমানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
খোঁজ নিয়ে জানা গেছে, জমা পড়া নাম নিয়ে এখনি কাজ করতে পারছে না সার্চ কমিটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় আমন্ত্রিত সুশীল সমাজ ও বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরই তারা নামের তালিকা নিয়ে বসবেন।
মঙ্গলবার থেকে এদের কাছে চিঠি পাঠিয়ে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। সময় কম থাকায় কাছাকাছি থাকা বিশিষ্টজনদের কাছে চিঠি পৌঁছানো হচ্ছে। তুলনামূলক দূরে থাকা অতিথিদের ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে।
সচিবালয়ের পাঁচ নাম্বার গেটে যে কেউ গিয়ে সরাসরি নাম প্রস্তাবের কাগজ জমা দিতে পারেন। এখানে দায়িত্ব পালনকারী একাধিকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দুদিন তেমন বেশি সাড়া পাওয়া যায়নি।
তবে বুধবার প্রথম দুদিনের চেয়ে অনেক বেশি আবেদন পড়েছে। অনলাইন ও অফলাইন মিলে মোট তিনশর মতো নাম জমা পড়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এর মধ্যে অফলাইনের চেয়ে অনলাইনে বেশি প্রস্তাব আসছে বলে জানা গেছে।
সরাসরি প্রস্তাব জমা নেওয়ার দায়িত্বে থাকা একাধিক সূত্র জানায়, বিশিষ্টজনদের নাম ছাড়াও কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক নামের প্রস্তাবও আসছে।
কিভাবে সেটা বুঝলেন, এমন প্রশ্নের উত্তরে সূত্রটি জানায়-বুধবার কবির হোসেন নামের এক মধ্য বয়সি যুবক এসে একটি খাম জমা দিয়ে গেছেন। তখন তার কাছে ওই কর্মকর্তা কার নামের প্রস্তাব জানতে চাইলে ওই যুবক নিজের কথা উল্লেখ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেকে আইনে বর্ণিত যোগ্যতার বিষয়গুলো না জেনে নাম প্রস্তাব করতে পারেন, কেউবা মজা করার জন্যও নাম প্রস্তাব করতে পারেন। যারা আইনানুগ শর্ত পালন করে প্রস্তাব দেবেন তাদের প্রস্তাবগুলোই শুধু সার্চ কমিটির কাছে উপস্থাপন করা হবে।
এরই মধ্যে বেশ কয়েকজনের কাছে শনি ও রোববারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পৌঁছে গেছে বলে জানা গেছে।
এদের মধ্যে রয়েছেন-ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর, অধ্যাপক জাফর ইকবাল, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।
আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তরের সভাপতি ও শহিদ সন্তান আসিফ মুনীর বুধবার যুগান্তরকে বলেন, আমাকে রোববার সার্চ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের নিয়োগ দিতে এটি ভালো একটি উদ্যোগ বলে মনে করি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু আনুষ্ঠানিকভাবে মতামত দেওয়ার জন্য সার্চ কমিটির আমন্ত্রণে যাব তাই বৈঠকের আগে এ বিষয়ে মন্তব্য করতে চাই না।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করতে সার্চ কমিটির বিজ্ঞপ্তির আহ্বানে ব্যক্তিপর্যায়ে ভালো সাড়া মিলছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যাশিত সাড়া মিলছে না।
0 Comments