করোনাভাইরাসে বদলে যাচ্ছে মানুষের মস্তিষ্ক

 করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে মস্তিষ্কে পরিবর্তন হতে পারে।কিছুদিন আগে এক গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে এ কথাই জানিয়েছেন একদল ব্রিটিশ গবেষক। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বেশ কিছু মানুষের মস্তিষ্কের দুই দফা এমআরআই রিপোর্টের তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত দিয়েছেন। প্রথম দফায় এমআরআই স্ক্যান করা হয়েছিল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আগে এবং দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর। 


গবেষকেরা আরও দেখতে পান, করোনাভাইরাসের মৃদু সংক্রমণের পরও মস্তিষ্কের সামগ্রিক আয়তনের সামান্য অংশ সংকুচিত হয়েছিল। এ ছাড়া মস্তিষ্কের যে অংশগুলো গন্ধ ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত, সেই অংশগুলোতেও ধূসর পদার্থের পরিমাণ কমে গেছে। গবেষকেরা এখনো নিশ্চিত নন যে মস্তিষ্কের এই পরিবর্তনগুলো স্থায়ী কি না। তবে তাঁরা জোর দিয়েই বলছেন, মস্তিষ্ক নিজে থেকেই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

Post a Comment

0 Comments