যে অ্যাপস ইনস্টল করলেই বিপদ


স্মার্টফোনে বিভিন্ন প্রয়োজনে নানা রকম অ্যাপ ইন্সটল করে থাকে ব্যবহারকারীরা।  Play স্টোরে অথবা অ্যাপ স্টোরে গেলে হাজার হাজার অ্যাপ দেখা যায়। যেটা পছন্দ হচ্ছে নিমেষে ইনস্টল করে নিচ্ছেন।

 তবে Play  স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে, যা হাতিয়ে নিতে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। এমনই একটি অ্যাপের কথা সম্প্রতি সামনে এসেছে। কার্টুন বানানোর অ্যাপটি ইনস্টল করলেই ফেসবুক থেকে চুরি হচ্ছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।

অ্যাপটির নাম ক্রাফ্টসার্ট কার্টুন ফটো টুলস। এরই মধ্যে এক লাখের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছে। এই অ্যাপ ফোনের মেন্যুতে ঘাপটি মেরে বসে থাকে। সেটির মাধ্যমে কোনো ছবি এডিট করতে গেলেই বিপদ! অ্যাপটি ব্যবহারকারীকে যে কোনো একটি ছবি আপলোড করে তা কার্টুনে পরিণত করতে বলে। এরপর আপনার মোবাইলে ভেসে ওঠে ফেসবুকের লগইন স্ক্রিন। আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই অ্যাপ সেই তথ্য পাঠিয়ে দেয় হ্যাকারদের কাছে।

সর্তকতা অবলম্বন করুন, কোনো অ্যাপস ইনস্টল করবার পূর্বে।

Post a Comment

0 Comments