টিকা দেবে না লিথুয়ানিয়া


ইউক্রেনে রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটদান থেকে বিরত থাকায় বাংলাদেশকে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া।

এ সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়া সরকার বাংলাদেশেকে ফাইজারের ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ করোনার টিকা পাঠানোর সিদ্ধান্ত নেয়।

টানা দুদিন জাতিসংঘ সাধারণ পরিষদে বিতর্কের পর ইউক্রেনের রাষ্ট্রদূত তার দেশে রাশিয়ার চালানো অভিযানকে গণহত্যার সঙ্গে তুলনা করেন। যাতে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৪১টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। বাংলাদেশসহ আরও ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। পাঁচটি দেশ রাশিয়ার পক্ষে ভোট দান করে। 

এসকল কারণে টিকা আসছে না লিথুয়ানিয়া পক্ষ্য থেকে । 

Post a Comment

1 Comments

  1. এইটা বাংলাদেশের জন্য ভালো খবর নয়।

    ReplyDelete