২০২৩ সাল নাকি ভয়াবহ বছর হতে চলেছে!
সোসাল মিডিয়ার বেশকিছু মাধ্যমে এমন পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে।এখন প্রশ্ন হচ্ছে, মানুষের মনে কেন এমন আতংকের সৃষ্টি করছেন? আপনি কি ভবিষ্যৎ দেখতে পারেন? যদি নাই পারেন তাহলে কেন এমন আচরণ করেন।
বর্তমান সমাজের মানুষ সোসাল মিডিয়ায় প্রচুর অ্যাক্টিভ থাকে।তারা বিভিন্ন পোস্ট গুলোকে সত্যি বলে মনে করেন। এমত অবস্থায় কিছু মানুষ একথা গুলো বিশ্বাস করে বিপদের সম্মুখীন হবে না এটার কি গ্যারান্টি দিতে পারবেন? কিছু কপট অসাধু মানুষ এই পোস্টের দোহাই দিয়ে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম বৃদ্ধি করবেনা এটার কি গ্যারান্টি দিতে পারবেন?২০২৩ ভয়াবহ বছর তাই সকল কিছুর দাম বৃদ্ধি পেয়েছে,বাজারে কোনো পন্য পাওয়া যাচ্ছে না, কপট অসাধু মানুষ গুলো এমনটা বলবেনা এটার কি গ্যারান্টি দিতে পারবেন?
যেহেতু,এখনও কেউ ভবিষ্যৎ দেখতে পারে না,সেহেতু এমন পোস্ট করে কপট অসাধু ব্যবসায়ীদের কপটতা করবার পথ খুলে দিবেন না। সাধারণ মানুষ গুলোকে সাধারণ ভাবে বাঁচতে দিন।
সুহাতাবিল হক

0 Comments