রাষ্ট্রপতি হব না, আমি ছোটাছুটি করা মানুষ

 রাষ্ট্রপতি হব না, আমি ছোটাছুটি করা মানুষ বললেন ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাষ্ট্রপতি হব না, আমি ছোটাছুটি করা মানুষ '। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতু ৭০ বার পরিদর্শন করেছি আমি। সকালের খাবার দুপুরে খাই, দুপুরের খাবার রাতে খাই’-- আজ রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে রংপুর বিভাগের মানুষের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণের অনুষ্ঠানটি জনসভায় রূপ নেয়। সেখানে উপজেলার তিন হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত রংপুর বিভাগের ৯টি জেলা থেকে আসা আওয়ামী লীগের নেতাদের হাতে বিতরণের জন্য ২৭ হাজার কম্বল তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

Post a Comment

0 Comments