দেশে প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করেন। এসব তরুণের উল্লেখযোগ্য অংশই উচ্চশিক্ষিত। সীমিত কর্মসংস্থানের কারণে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে তাঁদের চাকরি পেতে হয়। তাঁদের ঘিরে চাকরি প্রস্তুতির বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে। বড় হচ্ছে চাকরিকেন্দ্রিক বইয়ের বাজার। তবে অভিযোগ রয়েছে, এসব বইয়ের দাম চড়া।
ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছরই উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা চাকরিপ্রার্থীদের প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা তাঁদের চাহিদামতো কাজ পাচ্ছেন না।
মূলত একটি চাকরি পেতে অধিকাংশ চাকরিপ্রার্থীকে কয়েক বছর ধরে লেগে থাকতে হয়। আবার চাকরি এবং চাকরিসংক্রান্ত পরীক্ষার সঙ্গে অনেকেরই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের বিষয়ের মিল না থাকায় চাকরির বই কিনে আলাদা প্রস্তুতি নিতে হয়। এভাবে বিস্তৃত হচ্ছে চাকরিকেন্দ্রিক বইয়ের বাজার।
0 Comments