সুন্দরবন বিষয়ক প্রশ্নাবলী

 


কাঠ, জ্বালানি ও মন্ডের মতো বনজ সম্পদের পাশাপাশি এ বন থেকে ব্যাপকভাবে আহরণ করা হয় ঘর ছাওয়ার পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া এবং শামুক- ঝিনুক। বৃক্ষপূর্ণ সুন্দরবনের এ ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল, পুষ্টি উৎপাদক, পানি বিশুদ্ধকারক, পলি সঞ্চয়কারী, ঝড় প্রতিরোধক, উপকূল স্থিতিকারী, শাক্ত সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র । জাতীয় অর্থনীতিতে জিডিপির প্রায় ২৫% অবদান সুন্দরবনের ।

সুন্দরবন দিবস

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়। ১৪ ফেব্রুয়ারি ২০০১ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

প্রাণী ও বনজ সম্পদ

  • উদ্ভিদ প্রজাতি : সুন্দরী, গেওয়া, গরান, পশুর, কেওড়া, গর্জন, খলসী, হিজল ইত্যাদি।
  • বন্যপ্রাণী : রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, কুমির, ডলফিন, হরিয়াল, বালিহাঁস, গাংচিল, বক, মদনটাক, মরালিহাঁস, চখা, ঈগল, চিল, মাছরাঙা ইত্যাদি।
  • নদী-খাল : পশুর, শিবসা, বলেশ্বর, রায়মঙ্গল ইত্যাদি।
  • মৎস্য সম্পদ : ইলিশ, লইট্টা, ছুরি, পোয়া, রূপচাঁদা, ভেটকি, পারসে, গলদা, বাগদা, চিতরা ইত্যাদি।
  • আকর্ষণীয় স্থান : কটকা; হিরণ পয়েন্ট; দুবলার চর, পুটনী দ্বীপ; নীলকম ও কারমজল, সুন্দরবন

সাহিত্যে সুন্দরবন

উপন্যাসরচয়িতা
দ্য হাঙ্গরি টাইডঅমিতাভ ঘোষ
মিডনাইট’স চিলড্রেনসালমান রুশদি
সুন্দরবনে সাত বৎসরবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রাতুলের রাত রাতুলের দিনমুহম্মদ জাফর ইকবাল

এছাড়াও ‘অপারেশন সুন্দরবন’ এবং শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার- অব সুন্দরবন’ নির্মিত হয়েছে।

বাঘ শুমারি

১৯৭৫ সালে সুন্দরবনে প্রথমবারের মতো বাঘ শুমারি অনুষ্ঠিত হয়। এরপর ২০০৪ সালে UNDP’র সহায়তায় বন বিভাগ পাগমার্ক (পায়ের ছাপ) পদ্ধতির ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার গণনা করে। ২০০৬ সালে অধ্যাপক ও বাঘ গবেষক ড. মনিরুল এইচ খান ক্যামেরা ট্র্যাপিং ও আপেক্ষিক সংখ্যা পদ্ধতি অনুসরণ করে জানান, সুন্দরবনে বাঘের সংখ্যা ২০০টি।

২০১৫ সাল থেকে বন বিভাগ বাঘ গণনার ক্ষেত্রে অত্যাধুনিক ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির ব্যবহার শুরু করে। সে জরিপ অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। এরপর ২০১৮ সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে আরেকটি বাঘ শুমারি করে বন বিভাগ জানায়, সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি।

Post a Comment

0 Comments