নেইমারের সেই প্রেমিকা এখন ভারতে


 ১৬ বছর ধরে ব্যালে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। দেখা গেছে কয়েকটি সিরিজেও। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিউবান মডেল নাতালিয়া বারুলিস এই সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারের সঙ্গে প্রেমের কারণে নিয়মিতই খবরে ছিলেন। এ ছাড়া ইনস্টাগ্রামে নগ্ন ছবি পোস্ট করেও চর্চায় ছিলেন নাতালিয়া। নেইমারের সঙ্গে প্রেম ভেঙে গেছে। নাতালিয়া এখন ভারতে। বম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত তাঁর সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়।

নেইমারের সঙ্গে প্রেম নিয়ে নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে।’
 

Post a Comment

0 Comments