আন্দ্রে রাসেল ১৫তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলেছিলেন । বোলার জর্জ লিন্ডের জন্য ক্যাচটি সহজ হলেও কঠিন করে দিলেন মুশফিক। তখনো জয় থেকে ১৩ রানে দূরে , ৬ উইকেট হারানো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর সময় বেশি নেননি রাসেল।
১২ বলে ১৯ করলেই টিকে থাকবে রংপুর রাইডার্সের ফাইনালের ভাগ্য। খালেদের ওভারে ১১ রান নিয়ে এ জুটি ম্যাচ অনেকটা সহজ করে দেয় । শেষ ওভারে বরিশালের বিদায় নিশ্চিত হয় ।
শেষ ওভার করতে আসা কামরুল ইসলাম রাব্বির তৃতীয় বলটি বাউন্ডারি হতেই হেলমেট খুলে দৌড়াতে শুরু করলেন মেহেদী।
এভাবে এগিয়ে চলেছে খেলা
0 Comments