বাজারে সব পণ্যের ঘাটতি আছে, তা কিন্তু নয়। কিন্তু দাম বাড়ার পেছনে সেই একই যুক্তি—রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মহামারি, যুদ্ধ ও মূল্যস্ফীতির এসব অর্থনৈতিক সমীকরণ ও যুক্তি মানুষ আর কতটা বোঝে, কতটা মানে? দিন শেষে বাজার করতে গিয়ে অর্ধেক ব্যাগ খালি করে তার যখন ঘরে ফিরতে হয়, তখন দীর্ঘশ্বাস আর বঞ্চনাবোধই কেবল জমে জমে পাহাড় হয়। নিজেরা না খেয়ে ছেলেমেয়েদের পাতে এক বেলা অন্তত একটা ডিম কিংবা এক টুকরা পাঙাশ মাছও যখন দিতে পারছেন না, মা-বাবার সেই অপারগতার যন্ত্রণা কতটা স্পর্শ করে আপনাদের?
মাঝে মাঝে এই যুক্তির জন্য মনে হয় ডিম, মুরগী রাশিয়া-ইউক্রেন থেকে আমদানি করা হচ্ছে। আমরা আমাদের নিজের দেশের পণ্য নিজেরাই ক্রয় করে খেতে পারছিনা। দিন শেষে দেশের ৩ভাগের ২ভাগ মানুষ না খেয়ে থাকছে।
0 Comments