যত লেখাপড়া তত খরচ


নতুন বছর, নতুন শ্রেণি, কারও আবার প্রথম ভর্তি। শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা আনন্দেরই ছিল। নতুন বই হাতে পাওয়ার পর পরই চলে আসত নতুন খাতা, পেনসিল, কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণ। কিন্তু এ বছরের পরিস্থিতি কিছুটা ভিন্ন। বছরের শুরুতে চাহিদা বাড়লেও সরবরাহ কম, সেই সুযোগে দাম বেড়েছে সব ধরনের শিক্ষা উপকরণের। সবচেয়ে বেশি সমস্যা কাগজ ও খাতা নিয়ে। এর ফলে বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত অভিভাবকরা। নিত্যপণ্যের দাম বাড়ায় এমনিতেই হাঁসফাঁস অবস্থা অভিভাবকদের। তার ওপর শিক্ষা উপকরণের ব্যয় বৃদ্ধিতে ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। এ বছর শিক্ষা উপকরণ কেনাও কমিয়েছেন অনেক অভিভাবক। চাপে আছেন বিক্রেতারাও।

এ অবস্থায় অভিভাবকরা বলছেন, গতবছর খাতা-কলমসহ স্টেশনারি কিনতে যে টাকা ব্যয় হয়েছে, এবার লাগছে তার দেড়গুণ। খরচ এভাবে বাড়তে থাকলে অনেকের পক্ষেই সন্তানদের পড়াশোনা করানো সম্ভব হবে না।

শিক্ষা উপকরণের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বড় আকারের খোলা কাগজের রিম ৫০০-৫৫০ টাকা এবং দিস্তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। মাস ছয়েক আগে এই কাগজের দিস্তা ২৫ টাকা ও রিম ৪০০-৪৫০ টাকায় বিক্রি হয়েছে। ছোট আকারের খোলা কাগজের রিম ৪৫০ টাকা ও দিস্তা বিক্রি হচ্ছে ২৫ টাকায়। কয়েক মাস আগে এই কাগজের রিম ৩৫০ টাকা ও দিস্তা বিক্রি হয়েছে ২০ টাকায়। নিউজপ্রিন্টের ২০০-২৫০ টাকার রিম ৩০০ টাকা এবং ১৫ টাকার দিস্তা বিক্রি হচ্ছে ২০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, প্রায় সব উপকরণই আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। সেইসঙ্গে দেশে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় আমদানি করা পণ্যের দাম বেড়েছে। শুধু তাই নয়, ডলার সংকট ও এলসি জটিলতার কারণে অনেক পণ্যই সময়মতো আমদানি করা যাচ্ছে না।

 

Post a Comment

0 Comments