কেটে গিয়েছে প্রায় পাঁচ বছর। ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রীর মৃত্যুতে বিতর্কও কম হয়নি। অনেকেরই মনে হয়েছিল, পরবর্তীকালে হয়ত দর্শক ও অনুরাগীদের কথা ভেবে বায়োপিক তৈরি হবে শ্রীদেবীর জীবনাবলম্বনে। এখনো পর্যন্ত তা হয়নি।
তবে এবার দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটি ঘোষণা দিলেন তার স্বামী ও প্রযোজক বনি কাপুর। শ্রীদেবীর মৃত্যুর প্রায় পাঁচ বছর পর তার জীবনী বের করার ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বনি কাপুর জানালেন, ওয়েস্টল্যান্ড বুকস থেকে প্রকাশিত হবে সেই বই, যেটির নাম, ‘শ্রীদেবী : দ্য লাইফ অব আ লিজেন্ড’।
0 Comments