খেলবেন না সাকিব আইপিএলেই


 সাকিব এবার আইপিএলেই খেলছেন না। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাঁকে।

জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের, কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে পারছেন না। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করেছেন ও বাংলাদেশ দলের হয়ে তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে। সিরিজটা হবে ৯ মে থেকে ১৪ মে। এর আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচ। এদিকে ২৮ মে আইপিএল শেষ হবে।

Post a Comment

0 Comments