বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৪তম


 বায়ুদূষণে আজ বৃহস্পতিবার ঢাকার অবস্থান ১৪তম বিশ্বের শহরগুলোর মধ্যে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে আজ সকাল ১০টায় ঢাকার স্কোর ছিল১৩৬। আজকের যে স্কোর, সে অনুযায়ী বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। গতকাল বুধবার বায়ুদূষণে ঢাকার স্কোর ছিল ১৮৯ আর অবস্থান ছিল সপ্তম। আজ বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে আছে চীনের বেইজিং।
চীনের বেইজিংয়ের স্কোর ৫৩৩। দ্বিতীয় অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াংমাই, স্কোর ২৬০। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে চীনের শেনইয়াং ও ভারতের দিল্লি। শহর দুটির স্কোর ২০০ ও ১৯৪। ৫ম স্থানে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৯১।

Post a Comment

0 Comments