এপ্রিল মাসের আন্তর্জাতিক বিষয়াবলী


 

এপ্রিল মাসের আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : অজয় বাঙ্গা।

প্রশ্ন : High Mobility Artillery Rocket Systems (HIMARS) কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অব স্টাফ কে?
উত্তর : জেফ জিয়েন্টস।

প্রশ্ন : ২৭ জানুয়ারি ২০২৩ যুক্তরাষ্ট্র কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে?
উত্তর : সলোমন দ্বীপপুঞ্জ।

প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়?
উত্তর : স্করপিয়ন ইউনিট ।

প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়?
উত্তর : আইএনএস বাগির (INS Vagir)।

প্রশ্ন : ভারতের দিল্লি পৌরসভার বর্তমান নারী মেয়রের নাম কী?
উত্তর: শেলি ওবেরয়।

প্রশ্ন : ৯ ফেব্রুয়ারি ২০২৩ চেচনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেন?
উত্তর : রমজান কাদিরভ।

প্রশ্ন : আল-কায়েদার নতুন প্রধানের নাম কী?
উত্তর : সাইফ আল-আদেল ।

প্রশ্ন : জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকেরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন?
উত্তর : সিচুয়ান ।
 

প্রশ্ন : GLSDB’র পূর্ণরূপ কী?
উত্তর : Ground Launched Small Diameter Bomb.

প্রশ্ন : পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কী?
উত্তর : ডা. সানা রামচন্দ।

প্রশ্ন : ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল কবে নিউজিল্যান্ডে আঘাত হানে?
উত্তর : ১৫ ফেব্রুয়ারি ২০২৩।

প্রশ্ন : India: The Modi Question কী?
উত্তর : বিবিসি কর্তৃক সম্প্রচারিত দুই পর্বের তথ্যচিত্র।

প্রশ্ন : হিন্ডেনবার্গ রিসার্চ কী?
উত্তর : হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান (প্রতিষ্ঠাতা: নাথান অ্যান্ডারসন; ২০১৭ সালে)।

প্রশ্ন : ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ?
উত্তর : প্রথম ভারত; দ্বিতীয় ফিলিপাইন, তৃতীয় বাংলাদেশ

প্রশ্ন : ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর : আরিনা সাবালেঙ্কা। বেলারুশিয়ান তারকার এটিই প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা।

প্রশ্ন : ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর : নোভাক জকোভিচ (সার্বিয়া)।

প্রশ্ন : ২০তম ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১২-২২ ডিসেম্বর ২০২৩; সৌদি আরব।

প্রশ্ন : ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : বাংলাদেশের টেনিসে প্রথম নারী রেফারি কে?
উত্তর : মাসফিয়া আফরিন।

প্রশ্ন : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন কে?
উত্তর : ইমরানুর রহমান ।

প্রশ্ন : বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দু’টি দেশের হয়ে সেঞ্চুরি করেন কোন ব্যাটার?
উত্তর : গ্যারি ব্যালান্স (প্রথম ওয়েসেলস)।

Post a Comment

0 Comments