ঢাকা-কলম্বোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগ, কৃষি, মৎস্য, ওষুধ, সামুদ্রিক যোগাযোগ ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে।

ঢাকায় শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার সুদর্শন ডি এস সেনেভিরাইন আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে, বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যা ঐতিহাসিক বন্ধন ও ব্যাপক অভিন্নতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

Post a Comment

0 Comments