বাড়ছে ছিনতাই



রাত ৭ টা, জনবহুল সাতমসজিদ রোডসংলগ্ন ধানমন্ডি ৮/এ সড়কের মাথায় হঠাৎ হেলমেট পরা চার ব্যক্তি জাপটে ধরে রাসেল আলীকে। তিনি ছুটে যাওয়ার চেষ্টা করলে হেলমেট পরা একজন ফাঁকা গুলি করে। আশপাশের লোকজন ভয়ে সরে যায়। তখনো রাসেল আলী হাতে থাকা ব্যাগটি নিজের কাছে রাখার চেষ্টা করছিলেন। আরেকটি গুলি করে দুর্বৃত্তরা, যা তাঁর কানের পাশ দিয়ে যায়। এরপর ব্যাগটি কেড়ে নিয়ে চারজন চারটি মোটরসাইকেলের পেছনে উঠে চলে যায়।


ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবর। রাসেল আলী সাতমসজিদ সড়কে কেয়ারি প্লাজায় অবস্থিত বিদেশি মুদ্রা কেনাবেচার প্রতিষ্ঠান ডেল্টা ব্যুরো ডি চেঞ্জের ব্যবস্থাপক। তাঁর ব্যাগে ছিল প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা, যা ওই দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়।

Post a Comment

0 Comments