৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ খবরে উৎকণ্ঠা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। দেড় মাস পেছানোয় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।
গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি করা হয়েছে। ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।নাম প্রকাশ না করার শর্তে ৪৩তম বিসিএসের কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, পিএসসির সুপারিশের প্রায় ১০ মাস পরে প্রজ্ঞাপন হলো। আমরা যখন যোগদানের তারিখ পেলাম, সবাই আশায় ছিলাম, যোগদান নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। এখন দেড় মাস পেছানোয় আমাদের দুশ্চিন্তা বেড়ে গেল। আবার না কোনো সমস্যা হয়। কেন এভাবে যোগদানের তারিখ দিয়েও তা আবার পিছিয়ে দেওয়া হলো বুঝতে পারছি না।

0 Comments