গণেশ্বরী পারের সাত শহীদ


দেশের সীমান্তঘেঁষা নদীগুলোকে সুন্দর বললে অন্যায় হবে, বলতে হবে নীলাভ সুন্দর। আবার নীলাভ সুন্দর বললেও কেমন অসম্পূর্ণ থেকে যায়, নদীগুলোর মধ্যে সবুজের সারল্য আছে, আছে সোনালি স্নিগ্ধতা আর ঝকঝকে টলটলে মুগ্ধতা। এমন নদী দেখার জন্য যখনই সুযোগ পাই, ছোট্ট একটা ব্যাগ কাঁধে ছুটে যাই। এবারও গুগল ম্যাপে উত্তরাঞ্চল ঘাঁটতে ঘাঁটতে চোখ আটকাল মাঝবরাবর নীল একটা অংশে। জুম করতে করতে একসময় নীল দাগটার নিজস্ব একটা নাম ফুটে উঠল—গণেশ্বরী নদী। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের নদীটি মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসে প্রবাহিত হচ্ছে। 
 

Post a Comment

0 Comments