কুড়িগ্রামে ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা


 উত্তরের হিমেল হাওয়া ও তীব্র শীতে কুড়িগ্রামে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। রাতের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতল বাতাসে হাড়কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুড়িগ্রাম-চিলমারী সড়কে দূরপাল্লার বাস ও মোটরসাইকেলচালকদের সকাল ৯টায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এর আগে সকাল ৭টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Post a Comment

0 Comments