শিলিগুড়ি থেকে বাসে সিকিম ভ্রমণ, জেনে নিন সময়সূচি-ভাড়া

 শিলিগুড়ি থেকে সিকিম ভ্রমণ করতে অনেকেই চান।কিন্তু সঠিক তথ্যের অভাবে যেতে পারেন না।


পর্যটনের কথা মাথায় রেখে সিকিম পরিবহন দপ্তর আগের মতো বাস সেবা স্বাভাবিক করেছে। ফলে এখন কম খরচে সরকারি বাসের মাধ্যমে সহজেই যাওয়া যাবে সিকিমে।

শিলিগুড়ি জংশনে সিকিম বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬টা-দুপুর ৩টা পর্যন্ত এই বাস সেবা মিলবে। এর মধ্যে দিনে ৩টি রয়েছে বাতানুকূলিত সরকারি বাস পরিষেবা এবং ১টি বেসরকারি বাতানুকূলিত বাস পরিসেবা।

প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টা, এরপর সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টায় শিলিগুড়ির এসএনটি টার্মিনাল থেকে গ্যাংটক পর্যন্ত বাতানুকূলিতে বাস সেবা রয়েছে। এরমধ্যে এসি সুপারের ভাড়া প্রতিজন ৩৪০ টাকা এবং সাধারণ এসি বাসের ভাড়া ৩০০ টাকা। এছাড়াও একটি বেসরকারি বাস রয়েছে সিকিমের জন্য।

শিলিগুড়ির এসএনটি বাস টার্মিনাল থেকে সিকিমের গ্যাংটকে রয়েছে বাস সার্ভিস। প্রতিদিন এখান থেকে সকাল সাড়ে ছয়টা, সোয়া ৭টা, ৯টা ও ১০টায় বাস ছেড়ে যায়। এরপর বেলা ১১টা, সাড়ে ১১টা, দুপুর সাড়ে ১২টা, ১টা, ২টা, আড়াইটা, এরপর ৩টা ও সাড়ে ৩টায় সিকিমের উদ্দেশ্যে বাস রওনা দেয়। শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত মাথাপিছু ভাড়া ১৯০ টাকা।

Post a Comment

0 Comments