তৃতীয় ধাপেও সাতক্ষীরায় নৌকার ভরাডুবি

 সাতক্ষীরায় নৌকার ভরাডুবি



তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতক্ষীরায় আবারও আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। জেলার কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭ ইউপির মধ্যে ১১টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন।
গতকাল রোববার কালীগঞ্জের ১২ ও দেবহাটার ৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ৬টি করে ইউপিতে বিজয়ী হয়েছেন। এ ছাড়া ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টি ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।

প্রথম ও দ্বিতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলা, তালা, কলারোয়ার ৩৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১২টিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে। এ ছাড়া ১৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৬টিতে স্বতন্ত্র, ২টিতে জামায়াতে ইসলামী ও ১টিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছে

Post a Comment

0 Comments