অবাক হন সকলেই যখনই শুনতে পাওয়া যায় সালমান খান বিয়ে করেন নি।তখন প্রশ্ন আসে কেন তিনি বিয়ে করেন না।
বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। এরপরও দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’র তালিকায় তার নাম রয়েছে সবার উপরে। বহু বছর ধরে বিয়ে নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কখনো কখনো এ নিয়ে রেগেও যান। কখনো আবার মজা করে জবাবও দেন। নাম তার সালমান খান।
কিন্তু এবার সালমানের ভগ্নিপতি ও সহ-অভিনেতা আয়ুষ শর্মা জানালেন সালমানের বিয়ে না করার আসল কারণ। আয়ুষের মতে, সালমানের বিয়ে করার সময়ই নেই!
0 Comments