Infinix Note 11 Pro

ইনফিনিক্স নোট ১১ প্রো স্মার্টফোনে ইচ্ছেমতো গেমিংয়ের অভিজ্ঞতা পাবেন গেমাররা। নান্দনিক ডিজাইনের এই স্মার্টফোনে রয়েছে হেলিও জি৯৬ পাওয়ার প্রসেসর। ডিভাইসটিতে ফ্রি-ফায়ার, পাবজি, কোডেমসহ জনপ্রিয় সব গেম খেলা যাবে।


ইনফিনিক্সের নোট ১১ প্রো স্মার্টফোনে মিডিয়াটেকের নতুন হেলিও জি ৯৬ আল্ট্রা-গেমিং অক্টা-কোর প্রসেসর রয়েছে। এটির পারফরম্যান্স সর্বোচ্চ ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত।

এই মোবাইল সেটে রয়েছে নতুন হেলিও জি৯৬ ফিচারের দুটি আর্ম কর্টেক্স-এ৭৬ এবং ছয়টি এ৫৫ প্রসেসর নেক্সট-লেভেল ইন্টেলিজেন্স। মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট স্মার্টফোনে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে এটি সর্বোচ্চ ৪জি গেমিং অভিজ্ঞতা দিতে পারে। এই স্মার্টফোনে আরও রয়েছে- মালি-জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং এর ফলে কোনো রকম বিঘ্ন ছাড়াই গ্রাহকরা কার্যকরী গ্রাফিক্স পারফরম্যান্স পেতে পারছেন। নোট ১১ প্রোতে আরও রয়েছে মিডিয়াটেক হাইপার ইঞ্জিন ২.০ লাইট টেকনোলজি।

Post a Comment

0 Comments