ভাইরাল মেয়ের বিয়ের ছবি

 জ্যাঠালাল’–এর মেয়ের বিয়ের ছবি   


ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি সাবের মেগা সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র অভিনেতা তিনি। বছরের পর বছর চলা এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ব্যতিক্রমী অভিনয়ের কারণে দর্শকের কাছে জনপ্রিয় হয়েছেন দিলীপ জোশী। বাংলাদেশেও তাঁর ভক্ত আছেন। এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এ অভিনেতার মেয়ের বিয়ের ছবি।

উপমহাদেশে সাধারণত বিয়ের ছবি ভাইরাল হয় কনের আড়ম্বর, সাজসজ্জা, দামি গয়না, শাড়ি বা লেহেঙ্গার কারণে। এ অঞ্চলে বিয়ে মানেই যেন লাল টুকটুকে শাড়ি বা ঝলমলে লেহেঙ্গার । 

চুলের নানা রকমের বিন্যাস। কিন্তু দিলীপ জোশীর কন্যার ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। মাথায় খোঁপা করা পাকা চুল, লাল শাড়িতে কনে সেজে তিনি উজ্জ্বল বিয়ের আসরে। ব্যতিক্রমী এই চেহারার কারণে নেট দুনিয়ার বাসিন্দারা অভিনন্দন জানাচ্ছেন তাঁকে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর যশোবর্ধন মিশ্রকে বিয়ে করেন নিয়তি জোশী। মেয়েকে বিয়ে দিয়ে দারুণ খুশি দিলীপ। বিয়েতে লাল শাড়ি, খোঁপায় জরা বেঁধে গুজরাটি কনের মতোই সেজেছিলেন নিয়তি। গুজরাটি রীতিতে হয়েছে বিয়ের অনুষ্ঠান। ইনস্টাগ্রামে দেখা গেছে, জামাই যশোবর্ধনকে পরিবারে সাদরে স্বাগত জানাচ্ছেন ‘জ্যাঠালাল’।

বিয়ের ছবি-ভিডিও দেখে শুভেচ্ছা জানিয়েছেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অনুরাগীরাও। কেউ কেউ লিখেছেন, ‘আপনার এ আত্মবিশ্বাসকে কুর্নিশ। খুব কম লোকের মধ্যেই দেখা যায় এ রকম।’ আবার কেউ বলছেন, ‘এটাই অনাড়ম্বর জীবনের প্রকৃত উদাহরণ। বাস্তবতা লুকানোর কোনো মানে হয় না। অভিনেতা দিলীপ এভাবেই মানুষ করেছেন তাঁর সন্তানদের।’

Post a Comment

0 Comments