প্রতিদিন মৃত্যু, প্রতিদিন শোক, প্রতিদিন ‘উন্নয়ন’
নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর আহাজারির মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজের তিন শিক্ষার্থী ঊর্মি মজুমদার, সাকিবুল হাসান ও মাহবুবুল ইসলামের মরদেহ আসল আমাদের উঠানে। তাঁদের শেষকৃত্যের প্রস্তুতির মধ্যে জানা গেল, চট্টগ্রামের আরেক শিক্ষার্থী সাদিয়া আফরোজের মৃত্যুসংবাদ। আর গতকাল রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদি হাসান। চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলক্রসিং এলাকায় গতকাল সকালে ডেমু ট্রেনের সঙ্গে তিন গাড়ির সংঘর্ষে মারা যান তিনজন।একে একে থেঁতলে যাওয়া, পিষ্ট মাংসপিণ্ডে পরিণত হওয়া সন্তানের-স্বজনের মরদেহ নিয়মসিদ্ধ কবরস্থ করি, দাহ করি। তাই রাজধানীর রামপুরায় সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া কিশোর মাইনুদ্দিন ইসলামের দাফনও ‘ঠিকঠাক’ হয়ে যায়। খবর আসে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরেক কিশোর শিক্ষার্থী সোহান চৌধুরীকে পিষিয়ে দিয়ে গেছে একটি ট্রাক। চট্টগ্রাম নগরে কলেজছাত্র জয়দীপ দাশেরও প্রাণ গেছে সড়কে।
0 Comments