এসেছে অমিক্রন, টিকা কত দূর?

 অমিক্রন নিয়ে ডব্লিউএইচওর মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেছেন, অমিক্রন ধরনে করোনার টিকা কাজ করবে কি না।

 করোনার নতুন ধরন অমিক্রন ইতিমধ্যে প্রায় ৪০টি দেশে ছড়িয়েছে। এ ধরন নিয়ে ভয়ের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা বলছেন। ভয়ের কথা বলছেন অন্যরাও। আফ্রিকায় এ ধরন প্রথম শনাক্ত হয়েছে। গতকাল এ নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। এতে বলা হয়েছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় অমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ। এ ছাড়া আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা অমিক্রনের রয়েছে।

এসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টিকা তৈরিকারক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। সব প্রতিষ্ঠানই বলছে, তারা নতুন ধরন নিয়ে কাজ করছে।

Post a Comment

0 Comments