আধুনিক মোবাইল বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রোডাক্ট হচ্ছে ফোল্ডেবল ফোন। স্যামসাং এই বাজারে বেশ কিছুদিন আগেই নিজেদের আত্মপ্রকাশ করেছে।
আকর্ষণীয় এই ফোনটি আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ নিয়ে। যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এ ছাড়াও সঙ্গে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ।
অপো নতুন ফাইন্ড এন মোবাইলটিতে থাকছে ৭.১ ইঞ্চি ও ৫.৪৯ ইঞ্চি বিশিষ্ট ডুয়েল ডিসপ্লে। ফোল্ডেবল এল টি পি ও অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে আনফোল্ডেড ১৭৯২X১৯২০ পিক্সেল এর পি পি আই ডেনসিটি হবে ৩৭০ ও অপরটি হবে ৯৮৮X১৯৭২ পিক্সেল। এই ফোনটির সঙ্গে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট।
অপো ফাইন্ড এনের আয়তন হবে আনফোল্ডেড ১৩২.৬X১৪০.২X৮.০ মিলিমিটার ও ফোল্ডেড ১৩২.৬X৭৩X১৫.৯ এবং ওজন হবে মাত্র ২৭৫ গ্রাম। এর ডিভাইস হবে ফোল্ডেবল টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে।
ফোনটির ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল এর। ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, ই আই এস, ও আই এস, স্লো মোশন, ৪কে রেকর্ডিং এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে।
অপো ফাইন্ড এন ফোনটির চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সঙ্গে থাকছে ৮/১২ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ এছাড়া।
এছাড়া ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ, ১৫ ওয়াটের ওয়্যারলেস ও ১০ ওয়াটের রিভার্স চার্জ সিস্টেম। কালো, সাদা এবং বেগুনী রং এ পাওয়া যাবে ফোনটি। বাংলাদেশি মুদ্রায় অপো ফাইন্ড এন মোবাইলটির মূল্য থাকছে ১ লাখ৪ হাজার ১৩১ টাকা।
6 Comments
best site
ReplyDeletebset informative site
ReplyDeleteVery good news
ReplyDeleteNice phone
ReplyDeleteGd news
ReplyDeletevery good news
ReplyDelete